Friday, December 27, 2013

ল্যাপটপ ব্যাবহার কারিরা সাবধান::: ল্যাপটপে আগুন ধরার কারন গুলি জেনে নিন।



ল্যাপটপে আগুন লাগার কারণ গুলো জেনে নিন এবং পোস্টটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

>>আমাদের অনেকেই বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান ! দেখবেন খেয়াল করে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।চার্জইন অবস্থায় ল্যাপটপ আরও দ্রত গরম হয়।ল্যাপটপ বেশি গরম হয়ে গেলে মাদারবোর্ডের ক্যাপাসিটর গুলোর বিস্ফোরণ হতে পারে । এতে ল্যাপটপে আগুন লেগে যাবে । যাদের এরকম অভ্যাস আছেবিপদের সম্মুখীন হওয়ার আগেই সাবধান হয়ে যাওয়া উচিৎ । এক্ষেত্রে কিছু উপায়ঃ

ল্যাপটপ কুলার ব্যাবহার করুন। (কুলারটা আবার যেন কোন কারণে বন্ধ না হয়ে যায় সে দিকে খেয়াল রাখবেন অবশ্যই।)
কুলার না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উঁচু করে দিন যেন ল্যাপটপ এর built in fan  িকমত কাজ করে ল্যাপটপটা  াণ্ডা রাখতে। খেয়াল রাখবেনবেশি মোটা না হয় যেনখাতার মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে দুই দিকেই দিলেই হবেতা না হলে আবার বাঁকা হয়ে থাকায় hard disk,DVD-ROM এবং fan এ সমস্যা হতে পারে।
লক্ষ্য রাখবেনকখনই যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়। যেভাবেই রাখুন না কেন খেয়াল রাখবেন যেন ফ্যানটা যেন আটকা না পড়ে।
কোন প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।
ল্যাপটপ সারারাত চালু রাখবেন নাএমনকি sleep/hibernate মুডেও নয়। প্রয়োজনে auto-shut-downer ব্যাবহার করুন।
নিজে জানুন বন্ধুদেরও জানান।
শেয়ার করে সবাইকে সাবধান করে দিন।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home