ল্যাপটপ ব্যাবহার কারিরা সাবধান::: ল্যাপটপে আগুন ধরার কারন গুলি জেনে নিন।
ল্যাপটপে
আগুন লাগার
কারণ গুলো জেনে নিন এবং পোস্টটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।
>>আমাদের
অনেকেই বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান ! দেখবেন খেয়াল করে
ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।চার্জইন অবস্থায় ল্যাপটপ আরও দ্রত গরম হয়।ল্যাপটপ
বেশি গরম হয়ে গেলে মাদারবোর্ডের ক্যাপাসিটর গুলোর বিস্ফোরণ হতে পারে । এতে
ল্যাপটপে আগুন লেগে যাবে । যাদের এরকম অভ্যাস আছে, বিপদের সম্মুখীন হওয়ার আগেই সাবধান হয়ে যাওয়া উচিৎ ।
এক্ষেত্রে কিছু উপায়ঃ
# ল্যাপটপ
কুলার ব্যাবহার করুন। (কুলারটা আবার যেন কোন কারণে বন্ধ না হয়ে যায় সে দিকে
খেয়াল রাখবেন অবশ্যই।)
# কুলার
না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উঁচু করে
দিন যেন ল্যাপটপ এর built in fan � িকমত
কাজ করে ল্যাপটপটা � াণ্ডা রাখতে। খেয়াল
রাখবেন, বেশি
মোটা না হয় যেন, খাতার
মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে দুই দিকেই দিলেই হবে, তা না হলে আবার বাঁকা হয়ে থাকায় hard disk,DVD-ROM এবং fan এ সমস্যা হতে পারে।
# লক্ষ্য
রাখবেন, কখনই
যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়। যেভাবেই রাখুন না কেন
খেয়াল রাখবেন যেন ফ্যানটা যেন আটকা না পড়ে।
# কোন
প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।
# ল্যাপটপ
সারারাত চালু রাখবেন না, এমনকি sleep/hibernate মুডেও নয়। প্রয়োজনে auto-shut-downer ব্যাবহার করুন।
নিজে
জানুন বন্ধুদেরও জানান।
শেয়ার
করে সবাইকে সাবধান করে দিন।
Labels: PC Tips
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home