Wednesday, April 23, 2014

আসুন জেনে নেই কিভাবে wordpress এ নিজের website খুলবেন।




আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি এর আগে আমি দেখিয়ে ছিলাম কিভাবে ব্লগে Post করতে হয়।
আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে wordpress এ নিজের একটি website তৈরী তরা য্য়।
Wordpress বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জনপ্রিয় CMS Bloging সফটওয়ার । এটি মূলত Php & Mysql দ্বারা তৈরী ব্লগিং প্যাকেজ সফটওয়ার।
     wordpress ব্যবহারের সুবিধা:  
wordpress CMS প্যাকেজ Software টি Open Source এবং বিনামূল্যে পাওয়া যায়। এতে ব্যবহারকারী তার ইছ্চামত পরিবর্তন করতে পারে। এছাড়া বিনামূল্যে অনেক Theme,Plugin পাওয়া যায় যা ব্যবহারকারির কাজকে করে বেগবান। CMS হওয়ায় যে কোনো তথ্য সহজেই Update করা যায়।
২০০৩ সালের ২৭ শে মে ম্যাট মুলেনওয়েগ Wordpress তৈরী করেন

 ১. প্রথমে www.wordpress.com এই Site এ যাবেন।


২. তারপর Get Started বাটনে Click করুন।

৩. Click করার পর নিচের মত Window আসবে।


৪. এবার আপনি E-mail এর ঘরে E-mail Address, Useranme এর ঘরে Username, Password এর ঘরে Password তবে একটু লহ্ম্য করলে দেখবেন Show লেখা আছে যদি password দেখতে চান তাহলে show দিবেন আর যদি show করে দেখতে না চান তাহলে Hide Select করবেন।
 এরপর Blog Address এর ঘরে আপনার Website/Blog টা কে যে নামে দেখতে চান সে নাম দিবেন।আপনার নাম যদি Avaliable হয় তাহলে OK বা টিক চিহ্ন দেখাবে।
আর যদি Avaliable না হয় তাহলে পুনরায় Try করবেন।
৫. নিচের চিত্রটি দেখুন :
  


৬. সবকিছু ঠিক থাকলে Create Blog এ click করেন।
৭. এরপর একটি Window আসবে ।
৮.এবার তারা আপনার মেইলে কনর্ফামেশন মেসেজ দিয়েছে।
৯. আপনি মেইলে গিয়ে কনর্ফামেশন মেসেজ এ Click করে Active করুন।
১০.Active বাটনে Click করার পর নিচের মত window আসবে।
১. Blog Title এর জায়গায়  আপনার Blog এর টাইেটল দিবেএবং
২. সাবটাইেটল থাকেল Tagline (Optional) এই ঘরে দিবে
৩. Lagnugage এর ঘরে আপনি যে ভাষা Select করতে চান তা                select করে দিবেন।
৪. এবার next বাটনে Click করুন।
  তারপর নিচের মেতা একটি window আসবে

সেখান থেকে আপনি  আপনার  Site এর  জন্য কিছু Theme Use করতে পারবেন। আপনি যদি প্রিমিয়ার Theme use করতে চান তাহলে পয়সা খরচ করতে হবে।

এবার next বাটনে click করুন।
আবার next বাটনে click করুন। নিচের চিত্রের মত একটি window আসবে।
এবার সবশেষে Finish বাটনে click করুন।
তৈরী হয়ে গেলো আপনার Wordpress এ একটি website ,,,,

তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে ব্লগের অন্য কিছু নিয়ে আল্লাহাফেজ



Labels:

2 Comments:

At March 28, 2016 at 1:57 AM , Blogger tutorial shapla said...

very nice

 
At August 28, 2018 at 1:31 AM , Blogger Unknown said...

thanks bro...good information

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home