Saturday, June 14, 2014

Windows 8 এ windows Key এর শর্টকার্ট এর কাজ জেনে নিই ।।।






আল্লাহর নাম নিয়ে আজকের এই পোস্টটি শুরু করলাম।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার এই পোস্টটি Windows 8 এর কিছু Shortcut Key সর্ম্পকে।আশা করি ভালো লাগবে। আমরা অনেকেই এখন windows 8 ব্যবহার করি । তাই আমাদের সকলের  windows 8 এর কিছু Shortcut Key জানা প্রয়োজন। তাই আর দেরি না করে চলুন দেখি নেই windows 8 এর কিছু Shortcut Key এর কাজ ।
 
. Windows + M==সকল কিছু মিনিমাইজ করে আপনার ডেস্কটপ কে দেখাবে
. Windows + D== তাৎহ্মণিকভাবে আপনার ডেস্কটপ   Show করাবে
                                আবার Windows+D  চাপলে আগের অবস্থায় ফিরে আসবে  
. Windows + Q==আপনার কম্পিউটার এর সকল এ্যাপস সার্চ করে বের করে আনার জন্য Apps সার্চ মেনু চলে আসবে

 


. Windows + W== সিস্টেম  সেটিংস সার্চ করার জন্য সার্চ মেনু  চলে আসবে


. Windows + F==ফাইল বা ফোল্ডার সার্চ করা করার জন্য সার্চ মেনু চলে আসবে


. Windows + , ==কম্পিউটার এর ডেস্কটপ চলে আসবে যখন কী ছেড়ে দিবেন তখন পূর্বের অবস্থায় চলে আসবে

. Windows + . ==আপনার Window  ডান অথবা বামে প্বার্শে থাকবে


. Windows + R== Run কমান্ড চলে আসবে
. Windows + X==Quick Access মেনু ওপেন হবে
 

১০. Windows + I==সেটিংস মেনু চলে আসবে



  

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home