Monday, July 28, 2014

সুন্দর করে সাজিয়ে নিন আপনার ব্লগ [পর্ব-৪]:::: আপনার ব্লগার ব্লগে একটি দারুন ফেসবুক লাইক বক্স যুক্ত করুন ।।।




আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা সবাই খুব ভাল আছেন । যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনার ব্লগার ব্লগে একটি দারুন ফেসবুক লাইক বক্স যুক্ত করবেন । এই কাজটি করার জন্য আপনাদের  নীচের টিপস গুলো একটু লহ্ম্য করতে হবে
* প্রথমে Jquery/JavaScript Plugin যুক্ত করে নিন , আর যদি আগে থেকে Jquery/ JavaScript Plugin আপনার ব্লগ থাকে তাহলে দরকার নাই । আমরা ধরে নিলাম আপনার ব্লগে Jquery/Javascript Plugin করা নেই তো এখন কি ভাবে Jquery/JavaScript Plugin যুক্ত করবেন একটু দেখে নিন ।

১) প্রথমে আপনার  ব্লগার ব্লগে Sign In করুন ।

তারপর >Templete এ ক্লিক করুন >




 Edit Html ক্লিক করুন
 
২) এবার CTRL + F চেপে </head> এটি সার্চ করে খুজে বের করুন ।

৩) এবার </head> এর পাশে বা নিচে এই কোড টি কপি করে পেস্ট করুন 
<script src=”https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js” type=”text/javascript”></script>

এবং Save Templete এ ক্লিক করে বেরিয়ে আসুন ।
 
* Jquery JavaScript Plugin যুক্ত করা হয়ে গেল ।
  
* এবার বক্স যুক্ত করার পালা ।

* কি ভাবে আপনার ব্লগে যুক্ত করবেন , দেখে নিন >>

*প্রথমে Layout যান > Add a Gadget >
* HTML/JavaScript এ গিয়ে Content বক্সে উপরের কোড টি কপি করে পেস্ট করুন ।

*<a href=”http://24work.blogspot.com” target=”_blank” title=”Blogger Widgets”><img src=”http://safir85.ucoz.com/24work-blogspot/cursor-24work-10.png” border=”0 alt=Blogger Widgets style=position:absolute; top: 0px; right: 0px; /></a><script type=text/javascript src=http://static.ak.connect.facebook.com/js/api_lib/v0.4/FeatureLoader.js.php/en_US></script>
<script type=
text/javascript”>FB.init(“”);</script>
<fb:fan profile_id=”
Web-Tutorial-Bangla” stream=”0 connections=10 width=300px height=300px header=0 logobar=0 css=http://24work.ucoz.com/24work-blogspot/facebook/-24work.blogspot.com-mdfacebook-01.css?></fb:fan>

 
* লাল দাগে যে কোড টি আছে সেটি মুছে আপনার আপনার ফেসবুক পেজ এর কোড টি বসান ।
 
*ব্যাস কাজ শেষ । 

* আমার এই পোস্ট আপনার একটুও ভাল লাগলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের বুজতে কোন সমস্যা হলে আমি আছি খুব কষ্ট করে পোস্ট গুল করছি শুধু মাত্র আপনাদের জন্য তাই একটি কমেন্ট করে জানতে ভুলবেন না কি রকম লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থকাবেন আল্লাহ্‌ হাফেজ   

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home