Tuesday, June 24, 2014

না দেখলে পুরাই মিস করবেন। বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের প্রজেক্ট সমূহ ::



বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যার্কাস বাংলাদেশের সাইবার স্পেসের খুবই পরিচিত একটি নাম। নামে ব্ল্যাক হ্যাট হলেও এই গ্রুপটির জম্মই হয়েছিল দেশের সাইবার স্পেসকে রক্ষা করার তাগিদ এবং  বিদেশী হ্যাকার দের আক্রমনের জবাব দেওয়ার প্রত্যয়ে! সীমান্তে বিএসএফ একের পর এক বাংলাদেশী হত্যা করলেও সরকারের তা নিয়ে কোন মাথা ব্যাথা ছিল না। বাধ্য হয়ে আমাদের মতো কিছু তরুণদের যুদ্ধের পথ বেছে নিতে হয়েছিল। সীমান্তে নিরীহ বাংলাদেশীদের পাখির মতো হত্যার প্রতিবাদে এই গ্রুপটি শুরু করে সাইবার যুদ্ধ। উদ্দেশ্য ছিল নিরীহ বাঙ্গালী হত্যার এই বিষয়টিকে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া। এছাড়া ভারত সরকারকে সীমান্তে হত্যা বন্ধের মেসেজ দিতে। কিন্তু ভারতীয় হ্যাকারদের বাড়াবাড়িতে শুরু হয় সাইবার যুদ্ধ, যে যুদ্ধে তারা হুমকী দিয়ে বলেছিল তারা বাংলাদেশী সাইবার স্পেস গুড়িয়ে দেবে, বাংলাদেশীরা নাকি কম্পিউটারে মাউস আর কী বোর্ড ধরতে জানে না !!! এরকম রসিকতাও তারা করছিল। এর পর ব্ল্যাক হ্যাট সহ দেশের অপর দুইটি হ্যাকিং টীম যুদ্ধে নামার ২ দিনের মাথায় ভারতীয় সকল হ্যাকার গোষ্টি সব লেজ গুটিয়ে পালায়, এর পর তাদের আর সাইবার স্পেসে দেখা যায়নি। আমাদের তরুণরা তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছিল, কারা কম্পিউটারের মাউস আর কী বোর্ড ধরতে জানে না। সুতরাং নামে ব্ল্যাক হ্যাট হলেও মুলত বাংলাদশের সাইবার স্পেসের জন্য হোয়াইট হ্যাট হিসেবে কাজ করছে বিডি ব্ল্যাক হ্যাট হ্যার্কাস। আর অন্য দেশের ক্ষেত্রে ব্ল্যাক হ্যাট।  প্রতি নিয়ত দেশের দুর্বল সাইট গুলোর সিকিউরিটি বাড়াতে সাইট এডমিনদের মেইল করা হচ্ছে। যদিও দুঃখ জনক হলেও সত্য বাংলাদেশের সাইট এডমিনদের এটা নিয়ে কোন মাথা ব্যাথা নেই। বিদেশী হ্যাকাররা হ্যাক করলেই তাদের হুশ হয়। বার বার সিকিউরিটি রিপোর্ট পাঠিয়েও তাদের কোন সাড়া শব্দ পাওয়া যায়না। তার পরেও নিরলসভাবে ব্ল্যাক হ্যাট হ্যার্কাস তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

এর পর আরো কিছু সাইবার যুদ্ধে জয় লাভ করে বিডি ব্ল্যাক হ্যাটসরা। কিন্তু শুধু মাত্র হ্যাকিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়নি বিডি ব্ল্যাক হ্যাটরা। তাই তারা শুরু করে জনসচেতনতা মূলক কর্মকান্ড। আজ আমরা দেখব বিডি ব্ল্যাক হ্যাটের বিভিন্ন প্রজেক্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা। উল্লেখ্য বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের সকল কার্যক্রম বা যে কোন প্রজেক্ট সম্পুর্ন বিনামুল্যে করানো হয়। কোন ধরণের আর্থিক লেন দেনের সাথে বিডি ব্ল্যাক হ্যাটের কোন সম্পর্ক নেই। ব্ল্যাক হ্যাট সব সময় এসবের উর্ধে থেকে কাজ করে।

Read more »

Labels: ,

Saturday, June 14, 2014

Windows 8 এ windows Key এর শর্টকার্ট এর কাজ জেনে নিই ।।।






আল্লাহর নাম নিয়ে আজকের এই পোস্টটি শুরু করলাম।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার এই পোস্টটি Windows 8 এর কিছু Shortcut Key সর্ম্পকে।আশা করি ভালো লাগবে। আমরা অনেকেই এখন windows 8 ব্যবহার করি । তাই আমাদের সকলের  windows 8 এর কিছু Shortcut Key জানা প্রয়োজন। তাই আর দেরি না করে চলুন দেখি নেই windows 8 এর কিছু Shortcut Key এর কাজ ।
 
. Windows + M==সকল কিছু মিনিমাইজ করে আপনার ডেস্কটপ কে দেখাবে
. Windows + D== তাৎহ্মণিকভাবে আপনার ডেস্কটপ   Show করাবে
                                আবার Windows+D  চাপলে আগের অবস্থায় ফিরে আসবে  
. Windows + Q==আপনার কম্পিউটার এর সকল এ্যাপস সার্চ করে বের করে আনার জন্য Apps সার্চ মেনু চলে আসবে

Read more »

Labels: