Sunday, August 10, 2014

সুন্দর করে সাজিয়ে নিন আপনার ব্লগ [পর্ব-6]:::আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন






আল্লাহ্এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগের Favicon পরিবর্তন করবেন কাজটা একদম সোজা দুই ক্লিক এই কাজ টি করতে পারবেন কিভাবে কাজটি করবেন তার জন্য নীচের টিপস টি একটু লক্ষ্য করুন  

 
* প্রথমে আপনি এখানে ক্লিক করে আপনি যে ফটো টি কে Favicon হিসাবে দিতে চান সেটিকে বানিয়ে ফেলুন তারপর Favicon/ Icon টি ডাউনলোড করে আপনার পিসি তে রাখুন , তাছাড়া আপনি নেট থেকে Favicon/ Icon মনের মতো ডাউনলোড করে নিতে পারেন
* আপনার ব্লগার ব্লগে লগ অন করুন । তারপর ড্যাশবোর্ড থেকে বাম পাশে Layout অপশন ক্লিক করুন এরপর একটি নতুন পেজ ওপেন হবে সেখান Favicon ক্লিক করুন নীচের চিত্র দেখুন  


* এবার যে পেজ ওপেন হবে Configure Favicon নামে একটি পেজ ওপেন হবে সেখানে Choose file ক্লিক করে আগে আপনি যে Favicon টি বানিয়েছেন সেটি সিলেক্ট করুন তারপর Save ক্লিক করুন ব্যাস কাজ শেষ এবার আপনার ব্লগার ব্লগে প্রবেশ করে দেখুন Favicon যুক্ত হয়েগেছে

* আশাকরি কাজটি করতে আপনাদের কোন অসুবিধা হল না আর যদি কোন প্রকার সমস্যার সম্মুখিন হন তাহলে আমাকে মন্তব্য করে জানাতে ভুলবেন না

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home