Sunday, August 10, 2014

কিভাবে ইউটিউব এর ভিডিও ডাউনলোড বা সেভ করবেন আপনার কম্পিউটারে ?? আসুন দেখে নেই ।।।





ইউটিউব হল ভিডিও দেখার একটি জনপ্রিয় সাইট ইউটিউবকে  এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শুধু ব্যবহারকারী যেকোনো ভিডিও দেখা বা View করতে পারবে অনেক ব্যবহারকারী তাদের অনেক জনপ্রিয় ভিডিও নিজের কম্পিউটারে ডাউনলোড বা সেভ করে রাখতে চান অনেক সময় আমরা ইউটিউব এর ভিডিও IDM বা ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড দিতে পারি না তো আর কথা না বাড়িয়ে চলে যায় কিভাবে ইউটিউব এর ভিডিও ডাউনলোড বা সেভ করবেন আপনার কম্পিউটারে


আজকাল অনেক অনলাইন ওয়েব সাইট  আছে ওদের সাইটে গিয়ে আপনার ভিডিওর URL লিংক দিলে  আপনার ভিডিও আপনার কম্পিউটারে সেভ বা ডাউনলোড এর লিংক দিবে
ডাউনলোড দেয়ার পদ্ধতি :
. যে কোনো ইউটিউব এর  ভিডিওর পেইজে যান সেখান থেকে আপনি যে ভিডিওটি  ডাউনলোড বা সেভ করবেন সেই ভিডিওর ডাউনলোড লিংক কপি করুন উদাহরণ হিসেবে  নিচের চিত্রে দেখুন :



. এবার একটি অনলাইন ভিডিও ডাউনলোড সাইটে যাই উদাহরণ হিসেবে : http://www.savefrom.net এই সাইটে যাই এবার আপনি আপনার Copy করা ভিডিও লিংকটি Enter Youtube Video URL এইখানে Paste করুন তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন

. যদি আপনি সঠিকভাবে কাজটি করতে পারেন  তাহলে আপনি একটি নতুন Window দেখতে পারবেন আপনার ভিডিওর  Preview দেখাবে এবং আপনার ভিডিওর বিভ্ন্নি ফরম্যাট MP4,3GP ইত্যাদি দেখাবে  

এবার আপনি যে ফরম্যাটের ভিডিও ডাউনলোড করবেন সেটাতে ক্লিক করুন
 এভাবে আপনি Youtube এর বিভিন্ন ভিডিও ডাউনলোড করতে পারবেন
আরও অন্যান্য সাইট আছে :

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home